আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অন্তর্বর্তী সরকারের ওপর ‘অচেনা জ্বিন সাওয়ার হয়েছে’: চরমোনাই পীর

প্রতিনিধি, শরীয়তপুর
অন্তর্বর্তী সরকারের ওপর ‘অচেনা জ্বিন সাওয়ার হয়েছে’: চরমোনাই পীর

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনআস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সরকারের আচরণ দেখে মনে হয় তাদের ওপর কোনো অচেনা জ্বিন সাওয়ার হয়েছে। এই অচেনা প্রভাবের কারণে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে না, বরং জনগণের ভেতরে শঙ্কা বাড়ছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব ছিল তিনটি বড় প্রতিশ্রুতি—সংস্কার, দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। কিন্তু সংস্কারের কোনো বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি না। বিচারও হয়নি দৃশ্যমান। অথচ তড়িঘড়ি করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘যদি এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে আবারো দেশে ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে। তখন জনগণ বঞ্চিত হবে, আবারও মায়ের কোল খালি হবে। আমরা বলতে চাই, দেশকে অচেনা শক্তির কবল থেকে রক্ষা করতে হলে নির্বাচন হতে হবে ন্যায়ভিত্তিক ও জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটিয়ে।’

রেজাউল করিম বলেন, দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে তার মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। তাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এস এম আহসান হাবিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন