
উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

প্রতিদিনের মতো আসরের নামাজ আদায়ের জন্য যথারীতি দাঁড়ালেন। মোয়াজ্জিন ইকামত দেয়া শেষ করলেন। যেই মাত্র ইমাম নামাজ শুরু করবেন ঠিক ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলেন তিনি। সাথে সাথে মুসল্লীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বুধবার আসরের নামাজের পর হৃদয়বিধারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় ছাইফুল হক জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ৯ নম্বর ওয়ার্ডের নানু রাজা জামে মসজিদ প্রকাশ মিঞা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. এমরান(৫২) বুধবার আসরের নামাজ আদায়ের জন্য দাঁড়ায়ন। ইকামত শেষ হলে যে মাত্র ফরজ নামাজ শুরু করবেন ঠিক আগ মুহূর্তে তিনি নিচে ঢলে পড়ে যান। এসময় মুসল্লিরা তাকে উদ্ধার করে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। মোয়াজ্জিন ফরজ নামাজ পড়ান। তার শারীরিক কোনো অসুস্থতা ছিল না।
চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্টার ও মিঞা বাড়ি জামে মসজিদে মতোয়াল্লি পরিবারে সদস্য এ এফ এম মোদোচ্ছের আলী বলেন, তিনি প্রায় ২০ বছরের বেশি সময় ধরে আমাদের মসজিদে খতিব এবং ইমামতি করছেন। বুধবার আসরের নামাজ পড়ানোর আগ মুহূর্তে তিনি ঢলে পড়ে গেলে আকস্মিক তার মৃত্যু হয়। এছাড়াও মাওলানা এমরান একটি বেসরকারী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলি গ্রামে। তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। মাওলানা এমরানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ এশা বড়লিয়া ছালামিয়া দরবার শরীফ মাঠে তার প্রথম নামাজে জানাজা শেষ হয়। বৃহস্পতিবার গ্রামের বাড়ি আনোয়ারাতে দাফন করা হবে বলে জানান তিনি।

প্রতিদিনের মতো আসরের নামাজ আদায়ের জন্য যথারীতি দাঁড়ালেন। মোয়াজ্জিন ইকামত দেয়া শেষ করলেন। যেই মাত্র ইমাম নামাজ শুরু করবেন ঠিক ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলেন তিনি। সাথে সাথে মুসল্লীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বুধবার আসরের নামাজের পর হৃদয়বিধারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় ছাইফুল হক জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ৯ নম্বর ওয়ার্ডের নানু রাজা জামে মসজিদ প্রকাশ মিঞা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. এমরান(৫২) বুধবার আসরের নামাজ আদায়ের জন্য দাঁড়ায়ন। ইকামত শেষ হলে যে মাত্র ফরজ নামাজ শুরু করবেন ঠিক আগ মুহূর্তে তিনি নিচে ঢলে পড়ে যান। এসময় মুসল্লিরা তাকে উদ্ধার করে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। মোয়াজ্জিন ফরজ নামাজ পড়ান। তার শারীরিক কোনো অসুস্থতা ছিল না।
চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্টার ও মিঞা বাড়ি জামে মসজিদে মতোয়াল্লি পরিবারে সদস্য এ এফ এম মোদোচ্ছের আলী বলেন, তিনি প্রায় ২০ বছরের বেশি সময় ধরে আমাদের মসজিদে খতিব এবং ইমামতি করছেন। বুধবার আসরের নামাজ পড়ানোর আগ মুহূর্তে তিনি ঢলে পড়ে গেলে আকস্মিক তার মৃত্যু হয়। এছাড়াও মাওলানা এমরান একটি বেসরকারী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলি গ্রামে। তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। মাওলানা এমরানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ এশা বড়লিয়া ছালামিয়া দরবার শরীফ মাঠে তার প্রথম নামাজে জানাজা শেষ হয়। বৃহস্পতিবার গ্রামের বাড়ি আনোয়ারাতে দাফন করা হবে বলে জানান তিনি।

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের সময় এক চিনির ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ
১২ মিনিট আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে বন্দরনগরী চট্টগ্রামে ভোর থেকেই মাঠে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও প্লাটফর্মগুলো। এদিন ভোর থেকে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে জায়ায়াত, শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এনসিপি, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ
১৬ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকেরা উপজেলা পরিষদ ঘেরাও করে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। প্রতারিত গ্রাহকেরা দীর্ঘদিন পর আমানতের টাকা ফেরতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছেন।
১৭ মিনিট আগে
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
২৯ মিনিট আগে