আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবি, দুই সহোদর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবি, দুই সহোদর গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবির অভিযোগে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদ রানা (৫৫) ও তার ভাই আব্দুল মালেককে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি পৌর শহরের ভাঙ্গুড়া বাজার রেলপাড়া এলাকায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য নওশাদ আলী পৌর শহরের ভাঙ্গুড়া বাজার রেলপাড়া এলাকায় সম্প্রতি একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। গত কয়েক দিন ধরে অভিযুক্ত শ্রমিক নেতা মাসুদ রানা ও তার ভাই আব্দুল মালেকসহ কয়েক ব্যক্তি নওশাদ আলীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পাওয়ায় সোমবার অভিযুক্তরা নওশাদ আলীর দোকান নির্মাণের কাজ বন্ধ রাখতে বলেন এবং তাকে নানাভাবে ভয়ভীতি দেখান। পরে নিরুপায় হয়ে তিনি স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যান। সেখানে চাঁদাদাবির ঘটনা স্বীকার করায় রাতে তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, এ ঘটনায় দোকান মালিক নওশাদ আলী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...