প্রবাসের কষ্টার্জিত আয় দিয়ে গড়া নতুন বাড়িতে ওঠা আর কোরবানির ঈদে দেশে ফিরে বিয়ের পরিকল্পনা-- সবই থেমে গেল হঠাৎ এক দুর্ঘটনায়। দীর্ঘ ১০ বছর আগে জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমানো লালপুরের রুবেল দেশে ফিরছেন কফিনে বন্দি লাশ হয়ে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় একটি নির্মাণাধীন কনস্ট্রাকশন সাইডে ভয়াবহ দুর্ঘটনায় আহত হন রুবেল। লিফটে ওপরে ওঠার সময় দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান।
উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা আব্দুল লতিফ (৮০) প্রবাসী সন্তান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পাশ করার পর প্রায় ১০ বছর আগে অতি কষ্টে টাকা জোগাড় করে রুবেলকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ শুরু করেন।
ইমরান হাসমি রুবেল নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের (কলোনীপাড়া এলাকার) আব্দুল লতিফ ও জরিনা বেগম দম্পতির সন্তান। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মা জরিনা বেগম (৭০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, গত শনিবার শেষবারের মতো কথা হয় ছেলের সঙ্গে। নতুন বাড়ির কাজ কত দূর এগিয়েছে জানতে চেয়েছিলেন। নতুন বাড়িতে টাইলস লাগানোর জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। কোরবানির ঈদের আগে দেশে ফিরে বিয়ে করে নতুন বাড়িতে ওঠারও কথা ছিল। সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানির ঈদ উদ্যাপনের ইচ্ছাও ব্যক্ত করেছিলেন । কত স্বপ্ন ছিল তার মনে, কিন্তু সব শেষ হয়ে গেল এক মুহূর্তে।
বোন রুনি ইয়াসমিন বলেন, গত মঙ্গলবার ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। মা-বাবার প্রতি খেয়াল রাখতে বলেছিলেন। নতুন বাড়ির কাজ প্রায় শেষ শুনে খুব খুশি হয়ে বলেছিলেন দেশে ফিরে নতুন বাড়িতে সবাইকে নিয়ে ঈদ করবেন। কিন্তু সব স্বপ্ন ভঙ্গ হয়ে গেল বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুবেলের লাশ পৌঁছানোর কথা রয়েছে। রুবেলের লাশ আনতে পরিবারের দুই সদস্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন। প্রবাসে ঘাম ঝরিয়ে উপার্জিত টাকা দিয়ে গড়া নতুন বাড়ি, বিয়ে কোনোটাই হলো না। সবকিছু থামিয়ে দিল একটি দুর্ঘটনা, যে কথা তার পরিবার কখনো ভুলতে পারবে না। ছেলেকে নিয়ে পরিবারের সব স্বপ্ন ভঙ্গ, কফিনে মোড়ানো লাশের অপেক্ষায় এখন তারা।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

