আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হোসেনপুরে ‎তিন যুগেও হয়নি খালের ওপর সেতু

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

হোসেনপুরে ‎তিন যুগেও হয়নি খালের ওপর সেতু
হোসেনপুরে সাহেবের চরে সেতু না থাকায় সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার। ছবি: আমার দেশ

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে সাহেবের চর হাজিবাড়ী প্রান্তে একটি ছোট সেতুর অভাবে হাজারো কৃষক ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে।

‎উপজেলার সাহেবের চর গ্রামে প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে একটি ছোট সেতুর অভাবে হাজার হাজার গ্রামবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে।

বিজ্ঞাপন

‎গ্রামের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদসংলগ্ন প্রায় ৫০০ একর আবাদি জমি রয়েছে, যেখানে সাহেবের চর গ্রামের কৃষকেরা চাষাবাদ করেন। সেখানে ব্রহ্মপুত্রের একটি শাখা বা প্রাচীন খাল রয়েছে, যেটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র থেকে বেরিয়ে গতিপথ পরিবর্তন করে কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারী ইউনিয়নের চরহাজীপুর, চরকাটিহারী হয়ে সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের পাশ দিয়ে আবার ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। বছরের পর বছর খালটি মৃত অবস্থায় থাকলেও পুনঃখননের কারণে প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে। এতে করে সাহেবের চর গ্রামের কৃষকদের প্রায় ৫০০ একর জমির মাঠে যাওয়া-আসার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে । গরু-ছাগল নিয়ে মাঠে যেতে বারবার পানিতে ভিজে অনেক কষ্ট করতে হচ্ছে। ফসল নিয়ে ঘরে ফিরতে পড়তে হচ্ছে চরম বিপাকে। পারাপারের কষ্টের কারণে জমিতে কাজ করার জন্য কাজের লোক খুঁজে পাওয়া যায় না। শাখচূড়া কিংবা গফরগাঁওগামী স্কুল-কলেজের শিক্ষার্থীদের জামা ভিজিয়ে পার হতে হয় বলে জানান এলাকাবাসী।

‎স্থানীয়দের দাবি, বেশ কয়েকবার উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মাপজোক করে গেলেও আজ পর্যন্ত কোনো সেতু হয়নি । বাঁশের সাঁকো দিয়ে চলাচলে অনেক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

‎গ্রামবাসীরা জানান, স্থানীয় সরকার নির্বাচন এলে বিভিন্ন প্রার্থীরা বহু আশ্বাস দেন, কিন্তু বিজয়ী হওয়ার পর তাদের মুখ পর্যন্ত দেখা যায় না।‎ এলাকাবাসী জোর দাবি জানান, যেন দ্রুত তাদের এ সমস্যার সমাধান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...