আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণা, শিক্ষার্থীদের প্রতিবাদ

আমার দেশ অনলাইন

চুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণা, শিক্ষার্থীদের প্রতিবাদ

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৯ সদস্যের কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে কমিটি গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ করেন। এ সময় তারা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এটি খসড়া কমিটি। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। শুক্রবার নতুন কমিটি ঘোষণা করা হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে সহিংসতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম হয়েছে। তারা চুয়েটে এ ধরনের অপরাধের সংস্কৃতি আবার ফিরিয়ে আনতে চান না। ক্যাম্পাস রাজনীতিমুক্ত দেখতে চান। এখানে কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম মেনে নেয়া হবে না।

শিক্ষার্থীরা জানান, দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালের ৭ আগস্ট চুয়েটের সবার রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করে। এরপরও ছাত্রদলের কমিটি ঘোষণা বিশ্ববিদ্যালয় নীতিমালার লঙ্ঘন। তারা ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানান।

ছাত্রদলের ঘোষিত কমিটির সভাপতি তড়িৎকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, এটি খসড়া কমিটি ছিল। তবে কমিটি স্থগিত করা হয়েছে। শুক্রবার নতুন কমিটি ঘোষণা করা হবে।

রাজনীতি–নিষিদ্ধ ক্যাম্পাসে কমিটি দেয়ার ব্যাপারে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে। তাই আমরা মনে করি যে কেউ যেকোনো সংগঠনের ব্যানারে রাজনীতি করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন