আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে মাদরাসার এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

বিজ্ঞাপন

‎বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী ওঠানামার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

‎নিহতদের মধ্যে একজন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহত ব্যক্তি পথচারী হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাবুদ্দিন বলেন, সিএনজি থামিয়ে যাত্রী নামানো হচ্ছিল। হঠাৎ একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ট্রাকটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান।

‎বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী জানান, দুর্ঘটনার পর দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎আরেক প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। এখনো বুক কাঁপছে।

‎চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে পাঠানো হয়। দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হলেও উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ‎দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...