আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই

ভোররাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে টঙ্গিবাড়ী উপজেলার কাইচ মালধা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।

ঘোষণার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। দুই উপজেলার ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)—এই ছয় পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গিবাড়ী থানার পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ছয়টি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন