ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাতাসের কারণে চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আজ সকাল পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আক্তার হোসেন বলেন, 'সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। কসমেটিক, আইসক্রিম, স্টিলসহ কয়েকটি দোকান ছিল আমার। সব পুড়ে গেছে। ৩০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে আমার'।