উপজেলা প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে সুরমা আক্তার সাথী নামে এক গৃহবধূর হামলায় আপন ভাসুর দেলোয়ার হোসেন ফকির (৬৫) নিহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন ফকির (৬৫) ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।
নিহতের ছেলে ফরসাল ফকির জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সঙ্গে তার বাবার বাগবিতণ্ডা হয়। এ সময় তার ছোট চাচী (জাহাঙ্গীরের স্ত্রী) সুরমা আক্তার সাথী ও তার ছেলে জাহিদ হোসেন মিলে তার বাবার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ফকির মারা যান।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমানর রোববার সকাল সাড়ে ৮টায় জানান, খবর পেয়ে ফোর্সসহ রাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন তিনি। লাশের সুরতহাল প্রস্তুতকালে নিহতের গলায় দুটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। নিহতের স্ত্রীকে খবর দেয়া হয়েছে। তিনি থানায় এলে মামলা দায়ের করা হবে।
অভিযুক্ত গৃহবধূ সুরমা আক্তার সাথীর স্বামী জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাগবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে আমার ভাই দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন। তার ওপর কেউ হামলা করেননি।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
১৯ মিনিট আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে