আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মৃত আলফাজুল ইসলাম উপজেলার চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ওসি শাহীন মিয়া। গতকাল সকালে উপজেলার চরজুবলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কাজে ব্যস্ত ছিল আলফাজুলের মা। সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির টিউবওয়েলের কাছে চলে যায়। সেখানে একটি বালতি পানিভর্তি ছিল। খেলার একপর্যায়ে বালতিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন