নোয়াখালীর সোনাইমুড়ীতে অটোরিকশা থামিয়ে মিজানুর রহমান নামে এক যুবদলকর্মীর বুকে-পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ৩৯ বছর বয়সী মিজান উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়নে যুবদল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানায়, তুচ্ছ বিষয় নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সঙ্গে মিজানের বিরোধ দেখা দেয়। এরই জেরে প্রতিপক্ষের জহিরকে মারধর করেন তার অনুসারীরা। ওই ঘটনার রেশ ধরে গত রাতে নজরপুর গ্রামে অটোরিকশা থামিয়ে মিজানের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, মাটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

