উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালীতে বন্য হাতি হত্যা করে মূল্যবান দাঁত ও মাংস পাচারের অভিযোগ পাওয়া গেছে। হাতি হত্যার ঘটনাস্থল নিয়ে প্রথমে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন দু'রেঞ্জ কর্মকর্তা।
সোমবার গভীর রাতে হাতিটিকে হত্যা করা হলেও রহস্যজনক কারণে এটি গোপন রাখা হয়।
বুধবার দুপুরের দিকে হাতি হত্যার বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ দায়সারা গোছের বক্তব্য দিয়ে বলেন, হাতি হত্যার খবর শুনেছি, তবে এটা আমার এলাকায় নয়, চেচুরিয়া এলাকায়। অপরদিকে রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, এটি জলদী ৯ নং ওয়ার্ডের ঘটনা,আমি জানিনা এখন আমি শহরে আছি।
আপনার দায়িত্ব চেচুরিয়ায়, শহরে কি করেন? এমন প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, হাতিটিকে সোমবার রাতে হত্যা করা হয়েছে, তবে কারা জড়িত তা জানা যায়নি। তদন্ত চলছে হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানালেও বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সবশেষে হাতি হত্যার বিষয়ে বলেন, হাতিটি ময়না তদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হাতিটির বিশালকার দু’টি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মুখের ভিতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। চার পা’য়ের বিভিন্ন অংশেও ক্ষত চিহ্ন আছে।
স্থানীয় সূত্র জানায়, জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি নামক এলাকায় একটি হাতিকে মেরে হাতির মূল্যবান দাঁত ও মাংস পাচার করে একটি চক্র। বন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা ম্যানেজড হওয়ায় ওই চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ স্থানীয়দের।
এমএস
ফেনীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ এর পাঠক সংগঠন ‘পাঠকমেলা’। শুক্রবার (২৫ এপ্রিল) ফেনী পৌরসভার কনফারেন্স হলে জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
৩ মিনিট আগেআমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।
১২ মিনিট আগেহবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।
১৬ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।
৩০ মিনিট আগে