চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী দুই যুবক নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টায় ওই গ্রামের মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সুইট (২৫) পুরান বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং নাহিদ (২০) একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তারা ঘটনাস্থলেই মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুইট ও নাহিদ মোটরসাইকেলে দ্রুতগতিতে রঘুনাথপুর গ্রাম থেকে পুরাতন বাস্তপুরে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে দুজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

