খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল ৬টায় খুলনা রেল স্টেশন থেকে ৫৫৩ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়,কমেছে ভাড়াও।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে নড়াইলের চিফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জমান আসামিদের জেল হাজতে পাঠানোর এ আদেশ দেন।
ছাত্রলীগের আমির হামজা, স্যাম সাদিক ও আরডিএক্স বয়েজ কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা এই আক্রমণ চালায়।
শনিবার ভোরে শহরের বাইপাস সড়কের ছোট খাল সেতু নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে সকালে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত ট্রাক ড্রাইভার তরিকুল ইসলাম তরুণ (৩৩) কুমারখালী উপজেলার কয়া গ্রামের ছবদুলের ছেলে।
নড়াইলের লোহাগড়ায় সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৫৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ৪ আগষ্টের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন অভিযুক্তরা।