আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে সম্মেলন প্রস্তুতি সভা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সম্মেলন প্রস্তুতি সভার কার্যক্রম শুরু করেন ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের কমিটির আহ্বায়ক ড. এমএ মুহিত। এ সময় নিজ সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার। এ নিয়ে দুই গ্রুপের হাতাহাতি, ধাওয়া পালটা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে সারোয়ারসহ ২০ জন আহত হন।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন