উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম সীমান্তে মধ্যরাতে ২২ বিজিবি'র বিশেষ টহল দলের অভিযান দেখে অস্ত্র ও গোলাবারুদ রেখে ভারতে ফিরে গেলো দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে ২২ বিজিবি'র অধীন দিয়াডাংগা বিওপি'র গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া পাঁচটি এনএক্স গান, একটি পিস্টন অ্যাসেম্বলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে বিজিবি'র একটি বিশেষ টহল দল।
শনিবার (১৫ মার্চ) কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদ পেয়ে ২২ বিজিবি'র অধীন পাথরডুবি-দিয়াডাংগা বিওপি'র মেইন পিলার-৯৮৫/৩-এস-এর আশপাশে বিজিবি'র ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় অভিযানে অংশ নেয়। পরে রাত ১২টার দিকে কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়।
পরে তাদের ধরার চেষ্টা করলে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এরপর বিজিবি'র টহল দল তল্লাশি চালিয়ে ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে ২২ বিজিবি অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও অস্ত্রপাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতোমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
৪ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার দুর্নীতির খবর প্রকাশের কারণে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হামলা-মামলার শিকার হয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
৩৯ মিনিট আগেআমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার বেতাগী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’কে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
২ ঘণ্টা আগে