আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি পদে আ.লীগ নেতা, ছাত্র-জনতার আলটিমেটাম

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৫৮

মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের নেতা প্রার্থী হওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। প্রার্থিতা থেকে তাকে অপসারণের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বুধবার বিকেলে জেলা বার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর জেলা বার ভবনের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদকে এক ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

নির্বাচন কমিশনার মামুন বলেন, আজাদুর রহমান অন্য একটি মামলার আসামি। বৈষম্যবিরোধী কোনো মামলায় তাকে আসামি করা হয়নি। তবু আমরা জরুরি সভা ডেকেছি।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা। এতে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- এএসএম আজাদুর রহমান ও কমিউনিস্ট পার্টির নেতা মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিএনপির দোলোয়ার হোসেন ও জয়নুল হক। সহ-সাধারণ সাধারণ সম্পাদক পদে চারজন, জুনিয়র সদস্য পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

প্রশ্নের সেট ‘পদ্মা’পেয়ে বারবার কাশি, আটক চাকরিপ্রার্থী কৃষ্ণকান্ত

ভারতের ভণ্ডামি গণতন্ত্র, মধ্যপ্রাচ্যের উচিত সম্পর্ক পুনর্বিবেচনা করা

মাগুরায় প্রথম বিভাগ ফুটবল লিগে মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত