Ad T1

একাধিক প্রতারণার অভিযোগে মহিলা লীগের ক্যাডার কারাগারে

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২০: ২৮
সিলেট মহানগর মহিলা লীগের আলোচিত ক্যাডার নেত্রী নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে একাধিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সোমবার রাতে সিলেট নগরের বালুচরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগরীর ৭ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সভাপতি তিনি। তার বিরুদ্ধে থানায় জনসাধারণের অসংখ্যক অভিযোগ রয়েছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের পর একাধিক হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আসামিও নাজু।
মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা খান আরজু। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তার নাজমাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত