Ad T1

আল–আরাফাহ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ৫৭
শরিয়াভিত্তিক আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ব্যাংকটির ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকেও ছুটিতে পাঠানো হয়েছে।
রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। আর এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হয়। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এতে উপস্থিতি ছিলেন পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের ফলে এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের অনিয়ম জালিয়াতি তদন্তে বিশেষ অডিট হচ্ছে। ইতোমধ্যে ৬টি ব্যাংকের অডিট শুরু হয়েছে।
অডিট শুরু আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আর গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত