• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> বাণিজ্য

সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে

রোহান রাজিব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০: ৩৭
logo
সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে

রোহান রাজিব

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০: ৩৭
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডসহ জনসাধারণকে দেওয়া সরকারি পাঁচটি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য অফিস গিয়ে সাধারণ মানুষ এ ধরনের সেবা পাবে না। মূলত নিরাপত্তাঝুঁকি কমানো, মতিঝিল অফিস আধুনিকায়ন ও উন্নত ভল্ট স্থাপন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সরকারের পক্ষ হয়ে ১০ ধরনের সেবা দিচ্ছে। এগুলো হলো সঞ্চয়পত্র আদান, প্রাইজবন্ড বিক্রয়, ত্রুটিযুক্ত নোট বিনিময়, পিএডি আদান, চালান সংশ্লিষ্ট ভাংতি, দাবি নোট আদান-প্রদান, ধাতব মুদ্রা লেনদেন, স্মারক মুদ্রা বিনিময়, ডিএবি ও ব্যাংক মিউট। মোট ২৮টি কাউন্টারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এসব সেবা দিয়ে থাকে। এর মধ্যে ১২টি কাউন্টারের মাধ্যমে দেওয়া প্রথম পাঁচটি সেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক প্রয়োজন বিবেচনায় সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বা চালান সংক্রান্ত শুধু একটি আদান-প্রদান কাউন্টার ব্যবহারের জন্য চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে বেশ কয়েকটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল ভবনের ক্যাশ বিভাগসহ ব্যাংকিং হল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর, গভর্নরের উপদেষ্টা, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা। পরিদর্শনে তিনি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন এবং ক্যাশ বিভাগ আধুনিকায়নে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যৌথ সভা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ব্যাংক ভবনটি কেপিআই-নিরাপত্তা নীতিমালা, ২০১৩-এর আওতাভুক্ত। যেহেতু মুদ্রা ইস্যু ও বিতরণ, ভল্ট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ অত্যন্ত সংবেদনশীল কার্যক্রম একই ভবনে পরিচালিত হয়। তাই অপ্রয়োজনীয় জনসমাগম নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। কারণ অতীতে রিজার্ভ হ্যাক, পরিচয়পত্র ব্যবহার করে সঞ্চয়পত্র জালিয়াতি, ভবনের অভ্যন্তরে ছবি-ভিডিও তোলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মতো ঘটনা ঘটেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদেরস্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদের

প্রতিবেদনে বলা হয়—বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি করা হয় তা খুব সহজে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব। এ পরিস্থিতিতে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, ছেঁড়া নোট বিনিময় ইত্যাদি রিটেইল সার্ভিস বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য অফিস থেকে নিরাপত্তা শঙ্কা নিয়ে এ ধরনের সেবা পরিচালনা করা যুক্তিযুক্ত নয়। পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকই এ ধরনের সেবা সরাসরি জনগণকে দেয় না। দেশের ৬০টির বেশি বাণিজ্যিক ব্যাংক থাকায় তারা এ সেবা দিতে সম্পূর্ণ সক্ষম। ফলে জনগণ কোনো ভোগান্তিতে পড়বে না বলে উল্লেখ করা হয়।

তবে সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম বন্ধ হলেও আগে ইস্যু করা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগ পর্যন্ত সেবা চালু থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে ৩০ নভেম্বর শেষে সর্বসাধারণের জন্য (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা/কর্মচারীরা ব্যতীত) সঞ্চয়পত্র বিক্রয় কার্যক্রম বন্ধ করার পাশাপাশি বিক্রি করা সঞ্চয়পত্রগুলোর মেয়াদপূর্তির পর উক্ত সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ কার্যক্রম বন্ধ করা হবে। তবে বিক্রি করা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিপূর্বক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সংশ্লিষ্ট দপ্তরে ব্যাংক হিসাব পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, নমিনি পরিবর্তন, ক্রেতার মৃত্যুর পর নমিনি কর্তৃক পরিচালনা, মেয়াদপূর্তির আগে নগদায়ন ও আইনগত কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ অন্যান্য অফিসে এ ধরনের সেবা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কেও জানিয়ে দেওয়া হয়েছে। শিগগির জনসাধারণকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডসহ জনসাধারণকে দেওয়া সরকারি পাঁচটি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য অফিস গিয়ে সাধারণ মানুষ এ ধরনের সেবা পাবে না। মূলত নিরাপত্তাঝুঁকি কমানো, মতিঝিল অফিস আধুনিকায়ন ও উন্নত ভল্ট স্থাপন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সরকারের পক্ষ হয়ে ১০ ধরনের সেবা দিচ্ছে। এগুলো হলো সঞ্চয়পত্র আদান, প্রাইজবন্ড বিক্রয়, ত্রুটিযুক্ত নোট বিনিময়, পিএডি আদান, চালান সংশ্লিষ্ট ভাংতি, দাবি নোট আদান-প্রদান, ধাতব মুদ্রা লেনদেন, স্মারক মুদ্রা বিনিময়, ডিএবি ও ব্যাংক মিউট। মোট ২৮টি কাউন্টারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এসব সেবা দিয়ে থাকে। এর মধ্যে ১২টি কাউন্টারের মাধ্যমে দেওয়া প্রথম পাঁচটি সেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক প্রয়োজন বিবেচনায় সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বা চালান সংক্রান্ত শুধু একটি আদান-প্রদান কাউন্টার ব্যবহারের জন্য চালু থাকবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে বেশ কয়েকটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল ভবনের ক্যাশ বিভাগসহ ব্যাংকিং হল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর, গভর্নরের উপদেষ্টা, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা। পরিদর্শনে তিনি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন এবং ক্যাশ বিভাগ আধুনিকায়নে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যৌথ সভা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ব্যাংক ভবনটি কেপিআই-নিরাপত্তা নীতিমালা, ২০১৩-এর আওতাভুক্ত। যেহেতু মুদ্রা ইস্যু ও বিতরণ, ভল্ট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ অত্যন্ত সংবেদনশীল কার্যক্রম একই ভবনে পরিচালিত হয়। তাই অপ্রয়োজনীয় জনসমাগম নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। কারণ অতীতে রিজার্ভ হ্যাক, পরিচয়পত্র ব্যবহার করে সঞ্চয়পত্র জালিয়াতি, ভবনের অভ্যন্তরে ছবি-ভিডিও তোলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মতো ঘটনা ঘটেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদেরস্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদের

প্রতিবেদনে বলা হয়—বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি করা হয় তা খুব সহজে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব। এ পরিস্থিতিতে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, ছেঁড়া নোট বিনিময় ইত্যাদি রিটেইল সার্ভিস বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য অফিস থেকে নিরাপত্তা শঙ্কা নিয়ে এ ধরনের সেবা পরিচালনা করা যুক্তিযুক্ত নয়। পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকই এ ধরনের সেবা সরাসরি জনগণকে দেয় না। দেশের ৬০টির বেশি বাণিজ্যিক ব্যাংক থাকায় তারা এ সেবা দিতে সম্পূর্ণ সক্ষম। ফলে জনগণ কোনো ভোগান্তিতে পড়বে না বলে উল্লেখ করা হয়।

তবে সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম বন্ধ হলেও আগে ইস্যু করা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগ পর্যন্ত সেবা চালু থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে ৩০ নভেম্বর শেষে সর্বসাধারণের জন্য (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা/কর্মচারীরা ব্যতীত) সঞ্চয়পত্র বিক্রয় কার্যক্রম বন্ধ করার পাশাপাশি বিক্রি করা সঞ্চয়পত্রগুলোর মেয়াদপূর্তির পর উক্ত সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ কার্যক্রম বন্ধ করা হবে। তবে বিক্রি করা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিপূর্বক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সংশ্লিষ্ট দপ্তরে ব্যাংক হিসাব পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, নমিনি পরিবর্তন, ক্রেতার মৃত্যুর পর নমিনি কর্তৃক পরিচালনা, মেয়াদপূর্তির আগে নগদায়ন ও আইনগত কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ অন্যান্য অফিসে এ ধরনের সেবা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কেও জানিয়ে দেওয়া হয়েছে। শিগগির জনসাধারণকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশবাংলাদেশ ব্যাংকসঞ্চয়পত্র
সর্বশেষ
১

বিসিবি পরিচালক দীপনের বিরুদ্ধে সাজা বহাল রাখল হাইকোর্ট

২

হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ছাত্র-জনতার উল্লাস, মিষ্টি বিতরণ

৩

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

৪

হাসিনার রায়ের পর শোকরানা নামাজ

৫

উইকিপিডিয়ার চ্যালেঞ্জার গ্রকিপিডিয়া?

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদের

দীর্ঘ ২৫ বছর স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান পদ আঁকড়ে ছিলেন আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জের কাজী আকরাম উদ্দিন আহমেদ। শেখ হাসিনা ভারতে পালানোর পর তিনি নিজ থেকে চেয়ারম্যান পদ ছাড়েন। যদিও তিনিসহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকজন এখনো ব্যাংকটির পরিচালনা পর্ষদে রয়েছেন।

৮ ঘণ্টা আগে

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৫৭১ কোটি টাকা

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি মার্কিন (এক দশমিক ৫২ বিলিয়ন) ডলারেরও বেশি রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা।

২১ ঘণ্টা আগে

২০২৬ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য তফসিলি ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে, যেখানে আগামী বছর মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকার কথা জানানো হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন প্রজ্ঞাপনটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

২১ ঘণ্টা আগে

আমানত ও রেমিট্যান্স সংগ্রহে ইসলামী ব্যাংক শীর্ষে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক অতিক্রম করে ব্যাংকিং খাতে শীর্ষে অবস্থান করছে।

১ দিন আগে
সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে

সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে

স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদের

স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদের

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৫৭১ কোটি টাকা

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৫৭১ কোটি টাকা

২০২৬ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ