আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যাসিস্টের মুখাকৃতিতে আগুন, বিচার দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্টের মুখাকৃতিতে আগুন, বিচার দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

বাংলা নববর্ষ বরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নির্মিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদির সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় দলটি।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে নতুন বর্ষকে বরণ করে নিবে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবারের শোভাযাত্রা অন্যান্য বছরের তুলনায় ভিন্ন। আওয়ামী-ফ্যাসিস্ট কালচারে কুক্ষিগত থাকা বর্ষবরণ এবার ফ্যাসিবাদ-বিরুদ্ধ প্রতিপাদ্য নিয়ে প্রতিপালিত হবে। জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা এবং স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের নতুন বছরে স্বৈরাচারের চিহ্নকে মানুষের সামনে আরো একবার পরিচিত করে দিতে এবং জুলাইয়ের শক্তিকে ধারণ করতে শোভাযাত্রার বিভিন্ন চিত্র, ভাস্কর্য, স্লোগান, দেওয়ালচিত্র এবং মোটিফ স্বৈরাচারের দোসরদের চিত্রায়িত করা ছিল জনগণের অন্যতম প্রধান চাওয়া।

চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার দৈত্যাকৃতির মুখাবয়ব নির্মিত হচ্ছিল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মুখাবয়ব স্বৈরাচার এবং তার সকল কর্মকাণ্ডকে নির্দেশ করে। কিন্তু পরিতাপের বিষয়, এখনো দেশে স্বৈরাচারের দোসরেরা সক্রিয় রয়েছে। তাদের সক্রিয়তার নিদর্শন হিসেবে আমরা দেখতে পাই, গতরাতে চারুকলায় নির্মাণাধীন হাসিনার মুখাবয়বটি পুড়িয়ে ফেলা হয়েছে। যার মাধ্যমে তারা ফ্যাসিস্টের সকল কুকীর্তিকে মুছে দিতে চায়। এছাড়াও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পূর্বের ন্যায় আওয়ামী-ফ্যাসিস্ট কালচারের কাছে কুক্ষিগত রাখতে তারা সচেষ্ট রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার আহ্বায়ক এবং সদস্য সচিব আহ্বান জানিয়ে বলেন, এবারের আনন্দ শোভাযাত্রার থিমের আলোকে তৈরিকৃত ফ্যাসিস্টের মুখাকৃতিতে অগ্নিসংযোগ করে যারা নতুন বাংলাদেশে বর্ষবরণের সুন্দর আয়োজনকে নস্যাৎ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে, অতিসত্বর তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারী সেই ফ্যাসিস্টের দোসরদের আইনের আওতায় আনতে হবে, একই সাথে ফ্যাসিস্টের মুখাকৃতি পুনর্নির্মাণ করে এবারের আনন্দ শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে হবে।

রাতের অন্ধকারে যারা হাসিনার মুখাবয়ব পুড়িয়ে তার সকল অনৈতিক কর্মকাণ্ডকে আড়াল করতে চায় উল্লেখ করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বহীনতার প্রতিবাদ জানিয়ে চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের সর্বত্র স্বৈরাচারের দোসরমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সচেষ্ট থাকারও দাবি জানায় দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: