জুলাই-আগস্ট আন্দোলনে দুই চোখ হারিয়েছেন ঢাকার মগবাজারের বাসিন্দা সাব্বির আহমেদ। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা হাফিজ আহমেদ পূর্বে ইমামতি করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
আমার স্বামী বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ আগস্ট তার ডিউটি ছিল না। তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। সেদিন দুপুরে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান ভিসি ড. এম শওকাত আলী। এর আগে ভিসির সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্টের উত্তাল আন্দোলন নাড়া দিয়েছিল সব বয়সি মানুষের হৃদয়ে। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলির মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন শ্রমজীবী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই।
অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন নুরে আলম সরদার (৪৫)। পেশায় ছিলেন হকার। রাজধানীর উত্তরায় ভ্যানে করে বিক্রি করতেন পুরাতন কাপড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করলে ১৬ জুলাই ভ্যানটি রাস্তায় রেখে বাসায় চলে আসেন। এরপর গত ১৯ জুলাই ভ্যানটি রাস্তায় সাইড করে রেখে আসার জন্য উত্তরা হাউস বিল্ডিং
২০২৪ সালের জুলাই বিপ্লবে রাজধানীর উত্তরায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন সাংবাদিক মো. শাকিল হোসেন পারভেজ। দেশকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে চাইতেন শাকিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। এক দফার আন্দোলনে যুক্ত হয়েছে তরুণরা। সে সময় ঘরে বসে থাকতে পারেননি হাটহাজারী কলেজ থেকে এইচএসসি পাস করা যুবক মোহাম্মদ সায়েম।
কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ঢাকার রাজপথে সক্রিয় ছিলেন হবিগঞ্জের বাহুবলের বাসিন্দা তানভীর আহমেদ। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তানভীর। তিনি ১৮ জুলাই বিকেলে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন।
শহীদ অবস্থায় পরনে থাকা শহীদ মো. আবু সাঈদ মিয়ার প্যান্ট ও শহীদ মো. ওয়াসিম আকরামের প্যান্ট, পাঞ্জাবি এবং তার পঠিত একটি বই ও ছবি হস্তান্তর করা হয়। এছাড়াও সংগ্রহশালায় সংরক্ষণের জন্য শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার (ফারহান ফাইয়াজ) ব্যবহৃত জিনিসপত্রও হস্তান্তর করা হয়
ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর খবরে ৫ আগস্ট ছাত্র-জনতা যখন আনন্দ মিছিলে, তখনো আশুলিয়ায় নির্বিচার গুলি ছুড়ে মানুষ হত্যায় মত্ত ছিল পুলিশ আর আ.লীগ অস্ত্রধারীরা। থানা চত্বরে আন্দোলনকারীদের কয়েকটি লাশ পুড়িয়ে দেয় পুলিশ।
সতের বছরের মোহাম্মদ ইয়াসিন সংসারের খরচ যোগাতে এই বয়সেই করতেন রাজমিস্ত্রির কাজ। কাজের সুবাদে থাকতেন রাজধানীর সাইনবোর্ড এলাকায়। ইয়াসিনের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ৫ নম্বর বড়পাতা ইউনিয়নে।
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তখন তুঙ্গে। ছোট ভাই ফোন করে বলে দিয়েছিল যেন বড় ভাই আরিফুল ইসলাম রাজীব বাসা থেকে বের না হন। তবে কেউ থামাতে পারেননি রাজীবকে।
জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন কর্মসূচিতে ঢাকার রাজপথ তখন উত্তপ্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষ ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমে এসেছে। বাড্ডায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত আবদুল হান্নানও তখন নেমে আসেন রাস্তায়। রাজধানীর বাড্ডা এলাকা তখন ছাত্রদের আন্দোলনে উত্তাল।
২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদ হন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা হৃদয় হোসেন (১৭)। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পরিবারের একমাত্র ছেলে।
শান্তনা একটাই দেশ মুক্ত হয়েছে
রংমিস্ত্রির কাজ করে অমিতের বড় ভাইয়ের পক্ষে চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব না। ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহবায়ক মো. আনিচুর রহমান জানান, অমিতের অবস্থা খুবই খারাপ। মগজে বুলেটের অংশের প্রভাবে ওর ডান হাত অচল হয়ে গেছে। অমিতকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠিয়ে চিকিৎসা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী হায়নাদের গুলিতে শহীদ একরাম হোসেন কাউসারের নামে সড়ক ও পাঠাগার উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফায় পরিণত হয়, তখন তাতে যোগ দেন বগুড়ার শাওন ইসলাম। ছাত্র-জনতার ওপর নির্মম নির্যাতন-নিপীড়নের দৃশ্য দেখে ঘরে বসে থাকতে পারেননি ২২ বছর বয়সি শাওন।