Ad T1

আইইবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৬: ২৭

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে বৈশাখের আবহমান চিরায়ত ধারায় জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ ১৪৩২। এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইইবি প্রাঙ্গণে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আইইবি নতুন ভবনের সম্মুখস্থ খোলা জায়গায় বাংলা বর্ষবরণ ১৪৩২ (১লা বৈশাখ, ১৪৩২ বাং) অনুষ্ঠান আয়োজিত হয়।

তার আগে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের করে আইইবি। রাজউকের চেয়ারম্যান ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, আইইবির নেতা প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবি সদর দফতরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবি'র কেন্দ্রীয় কাউন্সিল, ডিভিশনাল বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের প্রায় ৫ শতাধিক প্রকৌশলী স্বপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান।

গানে-আনন্দে বর্ষবরণ সাংস্কৃতিক বিভিন্ন পর্বে (গান, নৃত্য, যাদু ও আবৃত্তি) অনুষ্ঠান সাজানো হয়। সাংস্কৃতিক জগতের স্বনামধন্য শিল্পী কণাসহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত