Ad T1

মানিক মিয়া এভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৯: ০০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি তথ্য নেই। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউতে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক সাংবাদিকদের জানান, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ মূলমন্ত্র ধারণ করে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। র‌্যাব দুইদিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফুট পেট্রোল, রবোস্ট পেট্রোল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, সন্ধ্যায় চীন দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ড্রোন শো প্রদর্শিত হবে। এটি নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। আগ্রহ ও উদ্দীপনা নিয়ে আশা করছি ব্যাপক দর্শক সমাগম হবে। স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সঙ্গে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভেঙে দেবে।

কোনো নিরাপত্তার শঙ্কা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, আশঙ্কা থাকবে, আশঙ্কাকে আমরা আন্ডারমাইন্ড করি না। অঘটন ও দুর্ঘটনা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বোচ্চ শক্তি ও সর্বোচ্চ ডেপ্লয়মেন্টের মাধ্যমে সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। এর আগে ১২ এপ্রিল রাতে সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলক ড্রোন শো হয়।

বিষয়:

নববর্ষ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত