Ad T1

শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১১: ০৩
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১: ১০

বাংলা বছরের নতুন দিনকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজিত 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা' শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পায়রা, ইলিশ, ৩৬ জুলাই টাইপোগ্রাফি, তরমুজের ফালিসহ শতফুট দৈর্ঘ্যের পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংস্কৃতিমনা নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শুরুর আগেই চারুকলার সামনে ধীরে ধীরে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষরা। শোভাযাত্রায় অংশ নেওয়া সংস্কৃতিপ্রেমীদের বর্ণিল নানা রংয়ের পোশাকে সাজতে দেখা যায়। এসময় নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের চোখে মুখে উচ্ছ্বাসের প্রতিচ্ছবি দেখা গেছে।

শোভাযাত্রায় অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, এবারের নববর্ষের আয়োজন চমৎকার ছিলো। শোভাযাত্রায় অংশ নিয়ে অনেকটা পথ হেঁটেছি। বেশ ভালো লেগেছে। নানা ধরনের মানুষের বৈচিত্র্যপূর্ণ এই আয়োজনে যুক্ত হতে পেরে অনেক খুশি লাগছে।

এদিকে শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়াও শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত