আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে যা বললেন মেয়ে এশা

আমার দেশ অনলাইন

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে যা বললেন মেয়ে এশা
মেয়ে এশা দেওলের সঙ্গে অভিনেতা ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (৮৯) শারীরিক অবস্থা নিয়ে গতকাল সোমবার রাত থেকেই বিভিন্ন সংবাদ ছড়াচ্ছে। এরই মধ্যে দেশটির গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রচার শুরু করেছে। তবে সেই খবর নাকচ করে দিয়েছেন তার মেয়ে অভিনেত্রী এশা দেওল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এশা দেওল জানিয়েছেন, তার বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়।

বিজ্ঞাপন

অভিনেত্রী এশা দেওল লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সবাইকে অনুরোধ করব, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।’

এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের সমস্যার কারণে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি বেশ আগ্রহ ছিল। পরিবারের দায়িত্ব সামলাতে ১৯ বছর বয়সেই ভারতীয় রেলে কেরানি পদে চাকরি নেন। প্রথম বিয়ে হয় প্রকাশ কৌরের সঙ্গে।

এরপর চাকরি ছেড়ে পাড়ি জমান মুম্বাইয়ে। দীর্ঘ সংগ্রামের পর ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাখওয়ালা’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন