বিনোদন রিপোর্টার
এক কাপড়ে, চট করে দেশে ঢুকেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। আট ঘণ্টা থেকে চলেও গেছেন। ফিরে গিয়ে গণমাধ্যমে জানালেন ঢাকা সফরের বিস্তারিত। সিনেমায় অভিনয় ছেড়ে বহুদিন হলো অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এ নায়িকা, এ কথা তার অনুরাগীদের জানা। বড় পর্দায় না পাওয়া গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে পেয়ে যান নিয়মিত। ফেসবুক মারফত ছবি ও ভিডিও প্রকাশ করছেন এই অভিনেত্রী। এখনো ভালোবাসা কুড়াচ্ছেন অনুরাগীদের। প্রায়ই দেশে আসেন, চলেও যান। কিন্তু এবার কেন এসেছিলেন তিনি?
উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কা নিয়ে কদিন আগে দেশে এসেছিলেন এই নায়িকা। সে খবর সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় শাবনূর জানান, সময়টা অস্থিরতায় কেটেছে তার। তাই কাউকে জানানো হয়নি। অসুস্থ মাকে অস্ট্রেলিয়া নিয়ে যেতেই ঢাকায় এসেছিলেন তিনি, সেও অল্প সময়ের জন্য। মাত্র আট ঘণ্টা!
শাবনূর বলেন, ‘এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঢাকার বড় বড় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়েছেন। তাতে কাজ হয়নি, আম্মার অসুস্থতা আরও বাড়তে থাকে। আম্মার নিউমোনিয়া হয়েছে।
গত ২৮ মার্চ এমন অবস্থা হয়েছিল যে আম্মা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। আমি সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই, একা এক কাপড়ে রওনা হই। সময়টা যে কীভাবে কেটেছে, বোঝাতে পারব না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ঢাকায় ডাক্তাররা একের পর এক শুধু টেস্ট করাতে বলছেন। একপর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন। কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে তাকে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না। আমি আম্মাকে দেশে রাখব না। এসেই তাকে নিয়ে উড়াল দেব। শুনেছি, আম্মারও কষ্ট হচ্ছিল। এসেই কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম।’ সর্বশেষ খবর হচ্ছে, সিডনি ফিরেই মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেছেন শাবনূর। পরদিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে। তার মা এখন পুরোপুরি সুস্থ, জানিয়েছেন অভিনেত্রী।
আজ থেকে চার বছর আগে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘আনাড়ি কারগির’ শিরোনামের একটি গান। সেই গানটিই ছিল মো. জামাল হোসেনের লেখা সালমার গাওয়া রঙ্গনের জন্য কোনো প্রথম গান। গানটির সুর সংগীত করেছিলেন মুহিন খান।
৩১ মিনিট আগেজায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। সিনেমাটি ফ্রান্স ও কানাডার দুটি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে ফ্রান্সের টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালের দশম ও কানাডার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল
১ দিন আগেএই প্রজন্মের ফোক ঘরানার শিল্পীদের মধ্যে ইসরাত জাহান জুঁই বেশ পরিচিত। একটা সময় অন্যের চ্যানেলের জন্য অনেক গান গেয়েছেন। কিন্তু কয়েক বছর ধরে জুঁই গান গাচ্ছেন নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’র জন্য।
১ দিন আগেসময়ের সঙ্গে পাল্টেছে লুবাবার জীবনের ধারা। এখন তার জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামি শিক্ষা ও তা ছড়িয়ে দেওয়া।
২ দিন আগে