জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে ১২ হল কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, এখনো বাকি রয়েছে আরো ৯ কেন্দ্রের। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশন সূত্রে এতথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে ভোট গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


লিড নিউজ : ছাত্রদলসহ ৫ প্যানেলের জাকসু নির্বাচন বর্জন