আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ ও কাল দেশব্যাপী শিবিরের বিক্ষোভ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

ইমরান হোসাইন, সিলেট থেকে মাঈন উদ্দিন, শাবিপ্রবি

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়
নির্বাচন বন্ধের প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন গতকাল সোমবার হাইকোর্ট চার সপ্তাহের জন্য স্থগিত করেছে। হঠাৎ করে নির্বাচন বন্ধের ঘোষণায় উত্তেজিত শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। তার আগে জাতীয়তাবাদী শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয়। রাত ১টার দিকে এই তালা খুলে দেওয়া হলে প্রায় ১২ ঘণ্টা পর সেখান থেকে বের হন উপাচার্যসহ অন্য কর্মকর্তারা।

অবরোধ প্রত্যাহারের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে উল্লেখ করে ভিসি ভবনের সামনে রাতে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার প্রধান কাজ শাকসুর রায়ের সিদ্ধান্ত আনা। উপাচার্য ক্যাম্পাস থেকে কোথাও যেতে পারবেন না। শুধু শাকসুর জন্য মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হলে শিক্ষার্থীদের জানিয়ে যেতে হবে। এই শর্তে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ষড়যন্ত্রমূলকভাবে হঠাৎ করে শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির আজ মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে।

এর আগে গতকাল রাতে প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, একটি দল ক্ষমতায় আসার আগেই অধিকার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। শাকসু বন্ধ করতে পারলে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দেবে না।

হাইকোর্টের রায়

গতকাল শাকসু সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচন চার সপ্তাহের জন‍্য স্থগিত করে। ওই আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে। কিন্তু আবেদন যথাযথ হয়নি উল্লেখ করে শুনানি হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী সাদ্দাম হোসেন জানিয়েছেন, আমরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছি, চেম্বার জজ আদালতে গতকাল শুনানির জন্য সম্পূরক কার্যতালিকায় অন্তর্ভুক্তির আবেদন করেছিলাম। তবে আদালত নিয়মিত পদ্ধতি অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। এ কারণে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদনের ওপর শুনানি হয়নি।

এর আগে গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন না করার নির্দেশ দেয়। পরে নির্বাচন আয়োজনের জন্য অনুমতি চেয়ে ইসিতে ১৪ জানুয়ারি আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয়।

ইসির অনুমতিসংক্রান্ত ১৫ জানুয়ারির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন প্রার্থী গত রোববার হাইকোর্টে রিট করেন। রিটে শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

নির্বাচন বন্ধে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার বেলায়েত হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে করা রিটের বিরুদ্ধে দিনভর বিক্ষোভ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে ক্যাম্পাসের গোলচত্বরে শুরু হয় কর্মসূচি। সেখানে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।

রিটের বিষয়ে দুর্বার সাস্টিয়ান প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম আমার দেশকে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। এ অধিকার আদায়ে আমরা সাধ্যমতো চেষ্টা করব। নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবেন না।

জাতীয়তাবাদী শিক্ষকদের পদত্যাগ

শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন সংবাদ সম্মেলনে বলেন, জাতীয়তাবাদী শিক্ষকদের একটা অংশের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। ষড়যন্ত্রের তীর বিএনপিপন্থি শিক্ষকদের দিকে করা হয়েছে। এখন আমরা এ নির্বাচনে দায়িত্ব পালন করলে আবার অভিযোগ করবে। এ কারণে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দিচ্ছি। আমরা অন্যান্য শিক্ষকদেরও দায়িত্ব পালন না করার আহ্বান করছি।

ভিসি ভবনে তালা

এদিকে নির্বাচন সময়মতো আয়োজনের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় তালা দেওয়া। পরবর্তীতে রাত ১টার দিকে এই তালা খুলে দেওয়া হয়।

এদিকে ইউটিএলের শিক্ষকরা সময়মতো নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। গতকাল ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আমরা ইউটিএলের পক্ষ থেকে প্রশাসনের কাছে আহ্বান করছি, এ নির্বাচন করার জন্য।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শাকসু নির্বাচনের দাবিতে সকাল থেকে ভিসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা এবং রিটের রায়ে হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

সার্বিক বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, যেহেতু কোর্টের রায় সেটা তো আমাদের লঙ্ঘন করার সুযোগ নেই। আমাদের কার্যক্রম আপাতত স্থগিত আছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এএম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, হাইকোর্ট রায় দিয়েছে এবং আমাদের সে রায় মেনেই চলতে হবে। তবে আমাদের আইনজীবী চেম্বার জজ আদালতে আপিল করেছিল, কিন্তু শুনানি হয়নি। তাই নির্বাচন সময়মতো হবে না। পরবর্তী সময়ে শুনানির তারিখ জানানো হবে।

শিবিরের বিক্ষোভ কর্মসূচি

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—আজ মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল, আগামীকাল বুধবার সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল, আগামী বৃহস্পতিবার সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং আগামী শুক্রবার ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল। গতকাল সন্ধ্যায় শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি প্রকাশ করা হয়।

এদিকে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এ বিক্ষোভ হয়। এর আগে গতকাল সকালে সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শাকসু নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ছাত্রসমাজ মানবে না। রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে এ নির্বাচন বানচাল করলে তার প্রতিবাদে লাগাতারভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন