আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনাপুত্র জয়ের সংসারে ভাঙন

ডেস্ক রিপোর্ট
হাসিনাপুত্র জয়ের সংসারে ভাঙন

সংসার ভেঙেছে হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয়ের। সোমবার ফেসবুক পোস্টে সংসার ভাঙার বিষয়টি নিশ্চিত করে জয় বলেন, তিনি ও তার স্ত্রী ক্রিস্টিন প্রায় তিন বছর আগে আলাদা হয়ে গেছেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তিনি এখনো সেখানেই অবস্থান করছেন। এর মধ্যে জয়ে সংসার ভাঙার খবর এলো।

বিজ্ঞাপন

সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয় দাবি করেন, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। এফবিআইয়ের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়।

9ce8d7d2-9268-4ab5-a348-c7eea912a82f

তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। সে তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান, ‘ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন