ঘুষ-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সহকারী পুলিশ পরিদর্শক মাহাবুব হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের কাছে কোনো তথ্য আসলে তা অনুসন্ধান করা হয়। নিয়মমাফিক তাদের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে।
উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের আমালে দায়িত্ব পালন করা একাধিক পুলিশ কর্মকর্তার নামে দুর্নীতির অভিযোগ উঠে। পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন-অর-রশীদসহ একাধিক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে কয়েকজনের নামে দুদক মামলাও দায়ের করেছে।

