স্টাফ রিপোর্টার
হঠাৎ দুর্নীতি দমন কমিশনে (দুদক) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
তারা দেখা করেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে ‘অতি গোপনীয়’ কিছু অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার কথা জানান এনসিপির এই দু’নেতা।
সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বের হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।
অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভেরি কনফিডেনসিয়াল (অতি গোপনীয়)। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে হাসনাত বলেন, এটা ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।
সারজিস আলম সাংবাদিকদের বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না।
তিনি বলেন, আমাদের কিছু অভিযোগ ছিল সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি। কিছু বলছি না এখন।
এমএস
জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, জাতির আকাঙ্খা পূরণে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন।
৪৩ মিনিট আগেরোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগেড. আসিফ নজরুল ও হেফাজতে ইসলামির নেতা মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি উপ-উপাচার্য (প্রো-ভিসি) শেখ শরীফুল আলমকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। শুক্রবার তাদের অব্যাহতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
১২ ঘণ্টা আগে