আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে কোটিপতি প্রার্থী কতজন, জানাল টিআইবি

আমার দেশ অনলাইন

নির্বাচনে কোটিপতি প্রার্থী কতজন, জানাল টিআইবি
ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন। শতকোটির প্রার্থী ২৭ জন। মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ বা দায় আছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে মাইডাস সেন্টারের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নির্বাচন ২০২৬ ‘নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিত' শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির তৌহিদুল ইসলাম।

টিআইবি জানায়, জাতীয় নির্বাচনে এবার ৫১ রাজনৈতিক দলের ১ হাজার ৯৮১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী এবং প্রথমবার নির্বাচন করছেন ১ হাজার ৬৯৬ জন প্রার্থী। ইসলামী দলগুলোর প্রার্থী ৩৬ দশমিক ৩৫ শতাংশ। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী ৩৬ দশমিক ৬৫ দশমিক ৬৫ শতাংশ।

টিআইবি আরো জানায়, বাংলাদেশে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নারীর অংশগ্রহণ খুবই কম। এবার নির্বাচনে ৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। মাত্র ৪ দশমিক শুন্য ২ শতাংশ নারী প্রার্থী। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ৬ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ২৪ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন