দেশের ভেতরে ও সীমান্তের ওপার থেকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের জুলাই ৩৬ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাদি হত্যার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের জনগণ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রক্ত দিয়ে যে পরিবর্তন এনেছে, তা চিরস্থায়ী হবে। পরাজিত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তবে কেউ যেন মনে না করে ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে—তাদের ষড়যন্ত্র এখনো চলমান। সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন বানচালকারীদের রুখে দেওয়া হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরো বলেন, যারা ভোটের বাইরে দাঁড়িয়ে দেশের বাইরে বা সীমান্তের অপর দিক থেকে ষড়যন্ত্র করছে, তারা দেশের ভেতরে কোনো জায়গা করে নিতে পারবে না।
গণভোট নিয়ে প্রচারণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন গণভোটের প্রচারণায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চলতি সপ্তাহ থেকেই এর কার্যক্রম দৃশ্যমান হবে।
অনুষ্ঠান শেষে তিনি সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবি এম জাকির হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।
এছাড়াও শিল্প মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত