
জালাল উদ্দিন ওমর

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ, দেশটি পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। পশ্চিমাদের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা বিশ্ব শান্তির জন্য হুমকি। ইরান যদিও বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক তথা বিদ্যুৎ উৎপাদনসহ শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত। তা ছাড়া পারমাণবিক বোমার মতো ব্যাপক বিধ্বংসী অস্ত্রকে হারাম আখ্যায়িত করে ইরানের এ বোমা তৈরি না করার ওপর ফতোয়া রয়েছে দেশটির ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির। সেই ফতোয়া আজ পর্যন্ত মেনে চলে দেশটির শীর্ষ নেতৃত্ব। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ পশ্চিমা বিশ্ব ইরানের দাবি মানে না। ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগের আহ্বান জানিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্র বারবার প্রকাশ্যে বলেছে, পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করলে সামরিক হামলা চালানো হবে। আর সেটাই করল এবার ইসরাইল-যুক্তরাষ্ট্র মিলে।
ইরান পারমাণবিক বোমা বানিয়েছে এ কথা স্বয়ং যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং ইসরাইলসহ কেউই বলেনি। তাদের মতে, ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। এই চেষ্টার জন্যই ইরানের বিরুদ্ধে অবরোধ, হুমকি ও হামলা। ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ করে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা, সাদ্দামকে ক্ষমতাচ্যুত এবং ইরাক দখল করেছিল। অথচ ইরাক দখলের পর সেসব গণবিধ্বংসী অস্ত্রের কিছুই যখন খুঁজে পায়নি, তখন যুক্তরাষ্ট্রই আবার বলেছেÑইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ছিল মর্মে রিপোর্টটি মিথ্যা ছিল। আসলে এটা ছিল ইরাকে হামলা, সরকার পরিবর্তন এবং ইরাক দখলের অজুহাত এবং নাট্যচিত্র। কিন্তু যুক্তরাষ্ট্র ভুল স্বীকার করে ইরাক থেকে চলে যায়নি, ক্ষতিপূরণও দেয়নি, বরং সেখানে সামরিক ঘাঁটি গড়েছে। এ অবস্থায় ইরান পরমাণু বোমা তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগটা যে ইরান দখলের জন্য ইরাকের মতোই মিথ্যা অভিযোগ নয়, তার প্রমাণ কী?
বিশ্ববাসীকে পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার কথা বললেও যুক্তরাষ্ট্রই প্রথম পারমাণবিক অস্ত্র বানায়। ১৯৪৫ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে পারমাণবিক বোমার পরীক্ষা এবং ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। এতে শহর দুটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং মুহূর্তেই দুই লক্ষাধিক মানুষ মারা যায়। ১৪ আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। পরে অনেক দেশ অস্তিত্ব রক্ষায় পারমাণবিক বোমা বানানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ক্রমান্বয়ে পারমাণবিক বোমার অধিকারী হয় রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইসরাইল অঘোষিতভাবে পারমাণবিক বোমার অধিকারী।
পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ থেকে মানুষকে বাঁচাতে ১৯৬৮ সালের ১ জুলাই পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি স্বাক্ষরিত হয়, যা ১৯৭০ সালের ৫ মার্চ থেকে কার্যকর হয়। বর্তমানে ইরানসহ ১৯০টি দেশ এতে স্বাক্ষর করেছে। উত্তর কোরিয়া স্বাক্ষর করলেও পরে প্রত্যাহার করে নেয় এবং ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান এতে স্বাক্ষর করেনি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্সসহ ১৯০টি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করলেও, বিশ্ব পারমাণবিক অস্ত্রমুক্ত হয়নি। চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের কথা বলা হলেও, বৃহৎ রাষ্ট্রগুলোর হাতে মজুত থাকা পারমাণবিক অস্ত্রের কী হবে, তার কোনো নির্দেশনা এবং এসব অস্ত্র ধ্বংসের বিধান রাখা হয়নি। এই চুক্তির মাধ্যমে নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী না হলেও, বৃহৎ রাষ্ট্রগুলো তাদের কাছে মজুত থাকা পারমাণবিক অস্ত্র দিয়ে ঠিকই অন্য দেশের ওপর মাতব্বরি করবে।
মুসলিম দেশগুলো জ্ঞান-বিজ্ঞানে এবং সামরিক প্রযুক্তিতে দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করুক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা তা চায় না। ইরানের মতো ইসলামপন্থি, জাতীয়তাবাদী এবং পাশ্চাত্যবিরোধী মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, তা পশ্চিমা বিশ্ব কিছুতেই মানতে পারে না। কারণ এর ফলে পশ্চিমাদের সাম্রাজ্য এবং আধিপত্য হুমকির মুখে পড়বে। তারা চায় মুসলিম দেশগুলো চিরদিনই অনুন্নত, পশ্চাৎপদ এবং জ্ঞান-বিজ্ঞান, সামরিক খাতে তাদের ওপর নির্ভরশীল থাকুক। পশ্চিমারা চায় জ্ঞান-বিজ্ঞান এবং সামরিক প্রযুক্তির দক্ষতা শুধু তাদের হাতেই থাকুক এবং এর মাধ্যমে বিশ্বকে চিরদিন তারাই শাসন করবে। পাকিস্তান পারমাণবিক বোমার বিস্ফোরণ করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এর বিরোধিতা করে এবং একে ইসলামিক বোমা নামে অভিহিত করে। অথচ ভারত পারমাণবিক বোমার বিস্ফোরণ করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা চুপচাপ ছিল এবং বিরোধিতা করেনি।
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পশ্চিমারা যতটাই সরব, ইসরাইলের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ততটাই নীরব। অধিকন্তু এরা ইসরাইলকে অব্যাহতভাবে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এখানে বরাবরই দ্বিমুখীনীতি পালন করছে। ইসরাইলের বিখ্যাত পারমাণবিক প্রকল্প হচ্ছে ডিমোনা পরমাণু কেন্দ্র, যেখানে ১৯৬০ সাল থেকেই অত্যন্ত গোপনে এবং নিরাপত্তার মধ্যে পরমাণু কর্মসূচি চলছে। তাদের কাছে শতাধিক পারমাণবিক বোমা মজুত রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনার ছবি প্রায়ই বিশ্বের মিডিয়ায় ছাপা হলেও, ইসরাইলের পারমাণবিক স্থাপনার ছবি কোনো মিডিয়ায় ছাপা হয় না। ইসরাইলের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের আলোচনা-সমালোচনাও পর্যন্ত নেই এবং এসব স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি এবং পরিদর্শনও নেই। পশ্চিমাদের এই ভণ্ডামি যতদিন বন্ধ না হবে, ততদিন বিশ্ব শান্তি আশা করা বৃথা।
লেখক : প্রকৌশলী এবং রাষ্ট্র চিন্তক
ইমেইল : omar_ctg123@yahoo.com

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ, দেশটি পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। পশ্চিমাদের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা বিশ্ব শান্তির জন্য হুমকি। ইরান যদিও বারবার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক তথা বিদ্যুৎ উৎপাদনসহ শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত। তা ছাড়া পারমাণবিক বোমার মতো ব্যাপক বিধ্বংসী অস্ত্রকে হারাম আখ্যায়িত করে ইরানের এ বোমা তৈরি না করার ওপর ফতোয়া রয়েছে দেশটির ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির। সেই ফতোয়া আজ পর্যন্ত মেনে চলে দেশটির শীর্ষ নেতৃত্ব। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ পশ্চিমা বিশ্ব ইরানের দাবি মানে না। ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগের আহ্বান জানিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্র বারবার প্রকাশ্যে বলেছে, পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করলে সামরিক হামলা চালানো হবে। আর সেটাই করল এবার ইসরাইল-যুক্তরাষ্ট্র মিলে।
ইরান পারমাণবিক বোমা বানিয়েছে এ কথা স্বয়ং যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং ইসরাইলসহ কেউই বলেনি। তাদের মতে, ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। এই চেষ্টার জন্যই ইরানের বিরুদ্ধে অবরোধ, হুমকি ও হামলা। ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ করে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা, সাদ্দামকে ক্ষমতাচ্যুত এবং ইরাক দখল করেছিল। অথচ ইরাক দখলের পর সেসব গণবিধ্বংসী অস্ত্রের কিছুই যখন খুঁজে পায়নি, তখন যুক্তরাষ্ট্রই আবার বলেছেÑইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ছিল মর্মে রিপোর্টটি মিথ্যা ছিল। আসলে এটা ছিল ইরাকে হামলা, সরকার পরিবর্তন এবং ইরাক দখলের অজুহাত এবং নাট্যচিত্র। কিন্তু যুক্তরাষ্ট্র ভুল স্বীকার করে ইরাক থেকে চলে যায়নি, ক্ষতিপূরণও দেয়নি, বরং সেখানে সামরিক ঘাঁটি গড়েছে। এ অবস্থায় ইরান পরমাণু বোমা তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগটা যে ইরান দখলের জন্য ইরাকের মতোই মিথ্যা অভিযোগ নয়, তার প্রমাণ কী?
বিশ্ববাসীকে পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার কথা বললেও যুক্তরাষ্ট্রই প্রথম পারমাণবিক অস্ত্র বানায়। ১৯৪৫ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে পারমাণবিক বোমার পরীক্ষা এবং ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। এতে শহর দুটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং মুহূর্তেই দুই লক্ষাধিক মানুষ মারা যায়। ১৪ আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। পরে অনেক দেশ অস্তিত্ব রক্ষায় পারমাণবিক বোমা বানানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ক্রমান্বয়ে পারমাণবিক বোমার অধিকারী হয় রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইসরাইল অঘোষিতভাবে পারমাণবিক বোমার অধিকারী।
পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ থেকে মানুষকে বাঁচাতে ১৯৬৮ সালের ১ জুলাই পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি স্বাক্ষরিত হয়, যা ১৯৭০ সালের ৫ মার্চ থেকে কার্যকর হয়। বর্তমানে ইরানসহ ১৯০টি দেশ এতে স্বাক্ষর করেছে। উত্তর কোরিয়া স্বাক্ষর করলেও পরে প্রত্যাহার করে নেয় এবং ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান এতে স্বাক্ষর করেনি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্সসহ ১৯০টি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করলেও, বিশ্ব পারমাণবিক অস্ত্রমুক্ত হয়নি। চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের কথা বলা হলেও, বৃহৎ রাষ্ট্রগুলোর হাতে মজুত থাকা পারমাণবিক অস্ত্রের কী হবে, তার কোনো নির্দেশনা এবং এসব অস্ত্র ধ্বংসের বিধান রাখা হয়নি। এই চুক্তির মাধ্যমে নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী না হলেও, বৃহৎ রাষ্ট্রগুলো তাদের কাছে মজুত থাকা পারমাণবিক অস্ত্র দিয়ে ঠিকই অন্য দেশের ওপর মাতব্বরি করবে।
মুসলিম দেশগুলো জ্ঞান-বিজ্ঞানে এবং সামরিক প্রযুক্তিতে দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করুক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা তা চায় না। ইরানের মতো ইসলামপন্থি, জাতীয়তাবাদী এবং পাশ্চাত্যবিরোধী মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, তা পশ্চিমা বিশ্ব কিছুতেই মানতে পারে না। কারণ এর ফলে পশ্চিমাদের সাম্রাজ্য এবং আধিপত্য হুমকির মুখে পড়বে। তারা চায় মুসলিম দেশগুলো চিরদিনই অনুন্নত, পশ্চাৎপদ এবং জ্ঞান-বিজ্ঞান, সামরিক খাতে তাদের ওপর নির্ভরশীল থাকুক। পশ্চিমারা চায় জ্ঞান-বিজ্ঞান এবং সামরিক প্রযুক্তির দক্ষতা শুধু তাদের হাতেই থাকুক এবং এর মাধ্যমে বিশ্বকে চিরদিন তারাই শাসন করবে। পাকিস্তান পারমাণবিক বোমার বিস্ফোরণ করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এর বিরোধিতা করে এবং একে ইসলামিক বোমা নামে অভিহিত করে। অথচ ভারত পারমাণবিক বোমার বিস্ফোরণ করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা চুপচাপ ছিল এবং বিরোধিতা করেনি।
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পশ্চিমারা যতটাই সরব, ইসরাইলের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ততটাই নীরব। অধিকন্তু এরা ইসরাইলকে অব্যাহতভাবে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এখানে বরাবরই দ্বিমুখীনীতি পালন করছে। ইসরাইলের বিখ্যাত পারমাণবিক প্রকল্প হচ্ছে ডিমোনা পরমাণু কেন্দ্র, যেখানে ১৯৬০ সাল থেকেই অত্যন্ত গোপনে এবং নিরাপত্তার মধ্যে পরমাণু কর্মসূচি চলছে। তাদের কাছে শতাধিক পারমাণবিক বোমা মজুত রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনার ছবি প্রায়ই বিশ্বের মিডিয়ায় ছাপা হলেও, ইসরাইলের পারমাণবিক স্থাপনার ছবি কোনো মিডিয়ায় ছাপা হয় না। ইসরাইলের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের আলোচনা-সমালোচনাও পর্যন্ত নেই এবং এসব স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি এবং পরিদর্শনও নেই। পশ্চিমাদের এই ভণ্ডামি যতদিন বন্ধ না হবে, ততদিন বিশ্ব শান্তি আশা করা বৃথা।
লেখক : প্রকৌশলী এবং রাষ্ট্র চিন্তক
ইমেইল : omar_ctg123@yahoo.com

ভারতে হিন্দু দক্ষিণপন্থিরা সাংস্কৃতিক উৎসবগুলো সামাজিক ও রাজনৈতিক যুদ্ধের অস্ত্রে পরিণত করেছে। যে উৎসবগুলো একসময় ছিল আলো, রঙ আর ভক্তির, সেগুলো তারা এখন ভয় প্রদর্শনের উপলক্ষ বানিয়ে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
হাসিনার দেড় দশকের শাসনে বিশ্ববিদ্যালয়গুলোয় ইসলামোফোবিয়া ভয়ংকর মাত্রায় রূপ নিয়েছিল। টুপি কিংবা হিজাব পরার কারণে বহু শিক্ষার্থী শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। দাড়ি রাখা, নামাজ পড়া কিংবা প্রাথমিকপর্যায়ে মাদরাসায় পড়েছেন এমন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নানাভাবে হেনস্তা করা হয়েছে। বহু শিক্ষার্থীকে ধ
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। সামনে জাতীয় নির্বাচন, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট দিন দিন আরো জটিল হয়ে উঠছে। নির্বাচন কমিশনের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এখন নতুন করে নেড়ে দিয়েছে রাজনৈতিক মাঠ। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে জোটের প্রার্থীরা আর প্রধান দলের প্রতীকে ভোট করতে পার
১ দিন আগে
উচ্চাঙ্গসংগীত—উপমহাদেশের সংগীত ঐতিহ্যের এক মহার্ঘ শাখা। শতাব্দীর পর শতাব্দী ধরে খেয়াল, ঠুমরি, দাদরা বা তরানা রীতি পরিবেশিত হয়ে এসেছে হিন্দি ও উর্দু ভাষায়। দিল্লি, লক্ষ্ণৌ, বেনারস বা পাটনার মঞ্চে রাতের পর রাত শ্রোতারা মুগ্ধ হয়েছেন ওস্তাদদের সুরলহরিতে। বাংলা ভাষা, যেন এই ধারার বাইরে দাঁড়িয়ে শুধু শ্রোত
১ দিন আগে