আমি কোরআনের হাফেজ। আট বছর বয়সে আমি হাফেজ হয়েছি। অথচ আমরাই নাকি কোরআন পোড়াই, ইসলামিক ফাউন্ডেশনের বইগুলো পোড়াই, বাসে অগ্নিসংযোগ করেছি। এ ধরনের মামলা দেওয়া হয় আমার বিরুদ্ধে।
সে সময় সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন আলেমরা। তারা নিজ ঘরে শান্তিতে ঘুমাতে পারতেন না, প্রতিষ্ঠানে যেতে পারতেন না। তারা কুরআন তালিম ক্লাসে বসলেও জঙ্গি মিটিং বলে ধরে নিয়ে যাওয়া হয়েছে।