আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

নির্বাচনে অংশ নিতে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনে পৌঁছান।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ১০৪ নং কক্ষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মাধ্যমে ভোট প্রদান ও প্রার্থী হওয়া দুটিই জটিলতা কাটল। ১৬মিনিটের মধ্যে ভোটার হওয়ার কাজ সম্পন্ন করে ইসি ত্যাগ করেন তিনি।

নির্বাচন কমিশন ভবনে প্রবেশের আগে রাস্তার দুপাশে দাঁড়ানো নেতাকর্মী ও সাধারণ মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

taraq-15

তফসিল ঘোষণার পর তারেক রহমান ছাড়াও শেখ রেহেনা, সুজন সম্পদক বদিউল আলম মজুমদার ও বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রমুখ ভোটার হয়েছেন। তারেক রহমানের ভোটার কার্যক্রমের সময় ইসির সিনিয়র সচিব, এনআইডির ডিজি ও আইডিপি প্রকল্পের পিডি উপস্থিত ছিলেন।

এর আগে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান, স্ত্রী জুবাইদা রহমান ভোটার হয়ে বাসায় ফিরে যান।

গত ৩১ আক্টোবর ভোটার তালিকা চূড়ান্ত করে ইসি। তবে তফসিল ঘোষণার পর তারেক রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান ভোটার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা-১৭ (গুলশান-২ এর ১৭ নং ওয়ার্ড) সংসদীয় আসনের বিদ্যমান ভোটার তালিকা সংশোধিত সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিদেশে থাকায় দীর্ঘ ১৭ বছর ভোটার হতে পারেননি তিনি। ছবিসহ ভোটার তালিকা শুরু হয় ২০০৭ সালে। এর আগে তিনি রাজনৈতিক কারণে লন্ডনে চলে যান। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সব বাধা কাটল তারেক রহমানের। ইতিমধ্যে বগুড়া থেকে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা হয় জাতীয় নির্বাচন ও গণভোটের। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...