বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পছন্দের কিছু বই কেনেন। এসময় মেলায় আগত সাধারণ ক্রেতা-দর্শকরা তাকে দেখতে ভিড় করেন।
পরে বাংলা একাডেমির স্টলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমীর বলেন, স্মৃতি বিজড়িত বায়ান্নর এই রক্তাক্ত মাস, এই মাস বাংলাদেশ এবং বাঙালীদের হৃদয়ে জুড়ে আছে।
একুশে বই মেলায় প্রতিটি স্টলে মানুষের উপচে ভিড় দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, অভিভাবকদের সঙ্গে অনেক শিশুও মেলায় এসেছেন। এই আমেজের মধ্য দিয়ে আমরা অতীতকে স্মরণ করি।
ডা. শফিকুর রহমান বলেন, যে জাতি অতীতকে স্মরণ করে সেই জাতি এগিয়ে যেতে পারে। তিনি বই মেলায় পাঠক যাতে তাদের চাহিদামত বই সংগ্রহ করতে পারে সেজন্য স্টল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মেলার বাকি সময়টাও যাতে এভাবে অতিবাহিত য়ে সেই প্রত্যাশা করেন জামায়াত আমির।
বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান বায়ান্নর একুশে ফেব্রুয়ারি অথবা ৮ ফাল্গুন যারা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছিলেন, সেইসব শহীদদের স্মরণ করেন। একইসেঙ্গে ’৭১ সালে মহান মুক্তি যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন ও লড়াই করেছেন তাদের এবং চব্বিশে যারা স্বৈরাশাককে বিতাড়িত করে ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে লড়াই করে জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের শাহাদত কবুলের জন্য দোয়া করেন। এছাড়া আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জামায়াত আমির।
এসময় জামায়াত আমিরের সঙ্গে দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

