আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ ও মাওলানা মামুনুল হক তাদের প্রতীক গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। অন্যদিকে, একই আসনে জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রিকশা প্রতীক পেয়েছেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৫ ও ঢাকা-১৩-এর রিটার্নিং কর্মকর্তা মো: ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনী প্রধান সহকারী কাজী মো: ইউসুফ। আর মো: মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন