আর্সেনালকে মার্সেলোর সতর্কবার্তা
স্পোর্টস ডেস্ক
প্রথম লেগ শেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্সেনাল। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে শেষ চারে পৌঁছে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি, সেটাই এখন স্বাভাবিক মনে হচ্ছে। অবশ্য বড় ব্যবধানে এগিয়ে থাকার পরও আর্সেনালকে সতর্কবার্তা দিয়েছেন রিয়ালের সাবেক ফুটবলার মার্সেলো। তার বিশ্বাস, দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়াবে লস ব্লাঙ্কোসরা।
মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাতে শেষ আটের দ্বিতীয় লেগে আর্সেনালকে সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তা দেবে রিয়াল। মার্সেলোর বিশ্বাস, পিছিয়ে থাকলেও হাল ছাড়বে না মাদ্রিদের প্রতিনিধিরা। সেই সঙ্গে ঘরের মাঠ হওয়ায় আসন্ন ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দলটি, এমনটাই মনে করেন মার্সেলো।
তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে হিসেবের বাইরে রাখার সুযোগ নেই। এটা সত্য যে তিন গোলে পিছিয়ে থাকা মানে অনেক কিছু। এতোকিছুর পরও রিয়াল মাদ্রিদকে ভাবনায় রাখত হবে। দলটির ওপর আমি সব সময় আস্থা রাখি। তারা দারুণভাবে ঘুরে দাঁড়াবে। মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ মানে রিয়াল মাদ্রিদ। তারা ঘুরে দাঁড়াবেই।’
মার্সেলো আরও বলেন, ‘কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু। সেখানে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা চেনা সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা পাবে। ফুটবলাররা নিজেদের ওপর বিশ্বাস রাখছে যে তারা ভালো কিছু করবে। শেষ পর্যন্ত ফল কি হবে সেটা এখন বলা যাবে না। তবে আমার বিশ্বাস, রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে।’
তাওহিদ হৃদয়ের শাস্তি কমাতে বাইলজ পরিবর্তন ঘটনার পর পদত্যাগ করেছেন ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এনামুল হক মনি। এবার তাওহিদ হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনা অনফিল্ড আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ছেন।
১৪ মিনিট আগেএএইচ কাপ হকি টুর্নামেন্টে এবার থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেঅনেক নাটকীয়তার পর পরিত্যক্ত করা হয়েছে ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। আলোক স্বল্পতার কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারিরা।
৬ ঘণ্টা আগেইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে বার্নলির কাছে ২-১ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে সরাসরি খেলার সুযোগ হারাল দক্ষিণ ইয়র্কশায়ারের ক্লাবটি। দলের হারের পর মেজাজ হারান হামজা চৌধুরী।
৭ ঘণ্টা আগে