Ad T1

নারী বিশ্বকাপ বাছাই

জ্যোতির সেঞ্চুরি, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৩: ৫৫
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ১৭
নিগার সুলতানা জ্যোতি
ব্যাট হাতে ঝলক দেখালেন নিগার সুলতানা জ্যোতি। পেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। তার সঙ্গে ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়ে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শারমিন আক্তার। ফিফটি হাঁকান ফারজানা হক। ত্রয়ীর ব্যাটিং দাপুটের সুবাদে নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে এটাই দেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ।
জ্যোতি ৮০ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় উপহার দেন ১০১ রানের চমৎকার এক ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গিয়েছিলেন শারমিন। কিন্তু ১২৬ বলে ১১ বাউন্ডারিতে ৯৪ রানের চমৎকার ইনিংস অপরাজিত থেকে যান। ইনিংস শেষ হয়ে যাওয়ায় জাদুকরী তিন অঙ্ক ছোঁয়া সম্ভব হয়নি তার। আর ৮২ বলে ৪ বাউন্ডারিতে দলীয় স্কোরে ৫৩ রান যোগ করে ফেরেন ফারজানা।
তার আগে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ:২৭১/৩. ৫০ ওভার (নিগার ১০১, শারমিন ৯৪*, ফারজানা ৫৩; ফান্নিতা ১/২৮, থিপাচা ১/৪১ ও কামচোম্ফু ১/৫৮)।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত