স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে পুরোনো পেশা কোচিংয়ে ফিরেছেন হান্নান সরকার। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল আবাহনীর হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে প্রায় ৯ বছর পর কোচিংয়ে ফেরা হান্নানের চাওয়া ছিল নিজেকে প্রমাণের। সেই চাওয়ায় অনেকটাই এগিয়ে গেছেন তিনি। আবাহনীর শিরোপা ধরে রাখার দৌড়ে আছে বেশ ভালোভাবেই। এবার অপেক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে আরো একধাপ এগিয়ে যাওয়া। অথচ, এই হান্নানকে ঘিরে ডিপিএল শুরুর আগে কোচ হিসেবে কেমন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট পাড়ায়। নিজের পারফরম্যান্স দিয়ে সেই প্রশ্নের সমুচিত জবাব দিয়েছেন তিনি।
কোচিংয়ে ফেরত আসার সময় হান্নান সরকার আমার দেশকে বলেছিলেন, ‘ক্রিকেটে অবদান রাখার জন্য কোচিং আমার জন্য সবচেয়ে ভালো সুযোগ।’ পাশাপাশি অবশ্য আর্থিক নিশ্চয়তার দিকেও রেখেছিলেন নজর। তার কথায়, ‘ফিটনেস এবং নিজেকে যদি সুস্থ রেখে নিয়মিত কোচিং করানো যায়- তাহলে আর্থিক নিরাপত্তাটা আরেকটু বেশি। কোচরা যদি সম্মান অর্জন করে নিতে পারে তাহলে সেটা আরো বেশি সম্মানের।’
কোচ হিসেবে আবাহনীর মতো বড় দলের দায়িত্ব নিয়ে পথচলা শুরুর সময়ই খানিকটা ধাক্কা খান হান্নান। আবাহনীর স্বল্প বাজেটের কারণে তেমন কোনো বড় নাম দলে ভেড়াতে পারেননি। বরং তরুণ তুর্কিদের নিয়ে বাজিমাত করেছেন এবারের ডিপিএলে। এ নিয়ে তিনি বলেন, ‘বাজেটের সঙ্গে সবকিছু ঠিকঠাক করে কীভাবে মেলানো যায় সেদিকে নজর রেখেছিলাম। সেই বাজেটের সঙ্গে মিলিয়ে দল করা হয়েছে। আর এই খেলোয়াড়দের সঙ্গে আমার কাজ করা ইচ্ছা আগে থেকেই ছিল। সময়ের সঙ্গে প্রিমিয়ার লিগ এগিয়ে যাক, তারা কী রকম পারফর্ম করে সেটা দেখতে হবে। আমি এখনই বলতে পারব না শতভাগ সাফল্য পাব। আমি কিছু কাজ করছি, সেই ফল যদি ইতিবাচক হয়, তাহলে বলব এটা আমার সাফল্য।’
বড় নামের অভাব থাকলেও হান্নান সরকারের কোচিংয়ে দারুণ করছে আবাহনী। চলতি ডিপিএলের ১০ ম্যাচের ৯টিতেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টের টেবিল টপার দলটি। এগিয়ে আছে শিরোপা জয়ের লড়াইয়েও। টুর্নামেন্ট শুরুর আগে ডিপিএলের অন্যতম শিরোপাপ্রত্যাশী দলের সঙ্গে কাজ করাকে বাড়তি চাপ হিসেবে নেননি। বরং এটাকে দেখেছেন সুযোগ হিসেবে। খেলোয়াড়ি ও নির্বাচক জীবনের চাপের মতোই করে সামলাতে চেয়েছিলেন সঙ্গে কাজে লাগাতে চেয়েছেন নির্বাচক জীবনের অভিজ্ঞতাকে।
নির্বাচকের পর কোচ হিসেবে কেন কাজ করতে আগ্রহী হয়েছেন সেটাও খোলাসা করেন হান্নান সরকার। তিনি বলেন, ‘বিসিবি দেশীয় কোচদের যেভাবে বিবেচনা করছে। এটা আমাদের আরো বেশি অনুপ্রাণিত করছে কোচিংয়ে আসার জন্য। আর দেশীয় কোচদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আছে এটাও আমাদের জন্য বেশ ভালো। এতে সব মিলিয়ে আমাদের ক্রিকেটেরই উন্নতি হবে।’
কোচিংয়ে নতুন করে নাম লেখানোর আগে পুরো ভিন্ন এক ক্যারিয়ারকে পেছনে ফেলে এসেছেন হান্নান। সেই প্রসঙ্গে হান্নান বলছিলেন, ‘নির্বাচক হিসেবে অনূর্ধ্ব ১৯-এ দুটি সাফল্য এসেছিল। জাতীয় দলের নির্বাচক হিসেবে এক বছর যে সময় ছিল আসলে খুবই অল্প সময়। এক বছরে আসলে ওই রকম জাজমেন্ট করা যায় না। তার মধ্যেও কিছু অর্জন আছে। কিছু খেলোয়াড়ের অবসরের যে বিষয়গুলো ছিল সেগুলো সমঝোতা আলোচনার মধ্যে করতে পেরেছি। এটা দারুণ সাফল্য। কিছু ব্যর্থতাও ছিল। ভালো-খারাপ সবকিছুই ছিল।’
পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
২ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৪ ঘণ্টা আগেফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আকতার- এই চার নারী ক্রীড়াবিদই ইতিহাসের অংশ হয়ে গেলেন। এই প্রথমবার রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী হয়েছেন তারা। কাতারে চার দিনব্যাপী আর্থনা সম্মেলনে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন এই খেলোয়াড়রা। গতকাল বেইলি রোডের ফরে
১৫ ঘণ্টা আগে