স্পোর্টস ডেস্ক
শক্তির বিচারে ইন্টার মিলানের চেয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখ। তাই চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের আগে বাভারিয়ানদের এগিয়ে রেখেছিল সবাই। যদিও বাস্তবে হলো উল্টোটা। বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে সান সিরোর প্রতিনিধিরা।
হারলেও আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে ইন্টারের রক্ষণভাগ। তবে কাজের কাজ করতে পারেনি জার্মানির ইতিহাসের সফলতম ক্লাবটি। ঘরের মাঠে ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মার্কাস থুরামের অ্যাসিস্ট থেকে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইতালিয়ান সিরি'এর ক্লাবটি।
আরেকটু হলে এই গোলের ওপর দাঁড়িয়ে ম্যাচই শেষ করতে পারতো ইন্টার। কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোলটার শোধ দেন থমাস মুলার। যদিও সে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। তিন মিনিট পর ফের এগিয়ে যায় ইন্টার। অতিথিদের হয়ে এ যাত্রায় জালে বল জড়ান ডেভিড ফ্রাত্তেসি। জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। দ্বিতীয় লেগে আগামী ১৭ এপ্রিল সান সিরোতে বায়ার্নকে আতিথেয়তা দেবে ইন্টার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে দেশ ছেড়েছেন নাহিদ রানা। তারেআগে এই গতি তারকা জানিয়েছেন, পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট থেকে নতুন কিছু শিখতে চান তিনি।
৩ মিনিট আগেকোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
৩ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৫ ঘণ্টা আগে