Ad T1

শেষ চারে বার্সা নাকি ডর্টমুন্ডের মিরাকল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২০: ২৮
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০: ৩১
মিরাকল! হ্যাঁ, সেমিফাইনালে উঠার জন্য বার্সেলোনার বিপক্ষে তেমন কিছুই করতে হবে বুরুশিয়া ডর্টমুন্ডকে। কারণ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে কাতালানদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। তাই ফিরতি লেগে জার্মান ক্লাবটি বিশাল ব্যবধানে জিততে না পারলে সেমিফাইনালের টিকিট পাবে বার্সা।
প্রথম লেগে গত ১০ এপ্রিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে ডর্টমুন্ডকে ডেকে এনে ছেলেখেলা করেছে বার্সা। সে ম্যাচে স্বাগতিকদের হয়ে দুইবার জালের দেখা পান রবার্ট লেভানডভস্কি। এছাড়া একবার করে লক্ষ্যভেদ করেন রাফিনহা ও লামিনে ইয়ামাল।
৪-০ গোলে পিছিয়ে- এমন অবস্থায় ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে যাওয়া যে মোটেও সহজ হবে না এই বাস্তবতা খোদ ডর্টমুন্ডও মেনে নিচ্ছে। এরপরও হাল ছাড়তে নারাজ বুন্দেসলিগার প্রতিনিধিরা। প্রায় নিভে যাওয়া আশার প্রদীপে শেষ জ্বালানি পাচ্ছে ডর্টমুন্ড। কারণ ফিরতি লেগের ভেন্যু সিগনাল ইদুনা পার্ক। ঘরের মাঠের এই সুবিধা কাজে লাগিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ।
তিনি বলেন, ‘দ্বিতীয় লেগে আমরা ভিন্ন রূফ দেখাব এবং ম্যাচটি জিততেই হবে আমাদের। ফুটবলে অলৌকিক ঘটনা ঘটে। একই সঙ্গে বার্সেলোনার দুর্দান্ত ফর্মের বিষয়টিও আমাদের মনে রাখতে হবে।’
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত