ইংলিশ প্রিমিয়ার লিগ
স্পোর্টস ডেস্ক
দু:সময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ছন্নছাড়া পারফরম্যান্সে কারণে জিততেই ভুলে যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে নিউক্যাসলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধান হেরেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি।
সেন্ট জেমস পার্কে ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। নিজেদের চেনা আঙিনায় ম্যাচের ২৪তম মিনিটে সান্দ্রো টোনালির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ১৩ মিনিট পর ইউনাইটেডকে ম্যাচে ফেরান আলেসান্দ্রো গার্নাচো। দ্বিতীয়ার্ধে সফরকারীদের চেপে ধেরে নিউক্যাসল। এই অর্ধে তিনবার জালের দেখা পায় তারা। জোড়া গোল করেন হার্ভি বার্নস৷ ৪৯ এবং ৬৪ মিনিটে স্কোরশিটে নাম লিখান তিনি। ৭৭ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ব্রুনো গিমারেস।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকল ইউনাইটেড। লিগে নটিংহাম ফরেস্টের কাছে হারার পর ম্যানসিটির সঙ্গে ড্র করেছিল তারা। এরপর উয়েফা ইউরোপা লিগে লিও'র সঙ্গে ড্র করে। সবশেষ লিগ ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে সেরা চারে উঠেছে নিউক্যাসল। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ইউনাইটেডের অবস্থান ১৪ নম্বরে। রেড ডেভিলদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
আগামী ৮ মে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে শুরু হচ্ছে বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫ এর আসর। তার আগে রোববার (২৭ এপ্রিল) হোটেল শেরাটনে টুর্নামেন্টটির ট্রফি উন্মোচন করা হয়।
৭ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৪ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৪ ঘণ্টা আগে