আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি, শিগগিরই সমাধানের আশা

আমার দেশ অনলাইন

ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি, শিগগিরই সমাধানের আশা
ছবি: আল জাজিরা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে। পরিকল্পনার নিয়ে শিগগিরই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী তিনি। খবর বিবিসির।

সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনীয় এবং ইউরোপীয় আলোচকদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, আলোচনায় অগ্রগতি হলেও, এখনো কিছু কাজ বাকি আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আলোচনার লক্ষ্য ছিল, ২৮ দফা পরিকল্পনার যেসব বিষয়ে আপত্তি রয়েছে সেগুলোতে একটি সিদ্ধান্তে আসা।

মার্কিন এই শীর্ষ কূটনীতিক আরো বলেন যে প্যাকেজটি রাশিয়ায় পাঠানোর আগে, যেকোনো চূড়ান্ত চুক্তিতে ইউক্রেনীয় এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মত হতে হবে।

রোববার জারি করা যুক্তরাষ্ট্র-ইউক্রেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ একটি ‘পরিমার্জিত শান্তি কাঠামোর’ বিষয়ে একমত হয়েছে এবং তারা আগামীতে যৌথ প্রস্তাবগুলোর ওপর নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি দল আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে।’

এরআগে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা বলেন, প্রস্তাবগুলোতে রাশিয়ার প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...