আফগানদের সকল অভিবাসন আবেদনের প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে সন্দেহভাজন আফগান বন্দুকধারীর গুলিতে দুই ন্যাশনাল গার্ড সেনা নিহত হয়। এরপরই আফগানদের অভিবাসীদের বিষয়ে এ পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। খবর বিবিসির।
বুধবারের গুলি চালানোর ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন বলে জানা গেছে।
হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সকল আফগান শরণার্থীর নথিপত্র পুনঃতদন্তের আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বাইডেনের আমলে আফগানিস্তান থেকে প্রবেশকারী প্রতিটি বিদেশী নাগরিককে পুনরায় পরীক্ষা করা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে, অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান।
আরএ


ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প