মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজার দিকে রওয়ানা দিয়েছে নতুন আরো একটি ত্রাণবাহী জাহাজ। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইতালির সিসিলি দ্বীপ থেকে রওয়ানা দিয়েছে জাহাজটি।
জাহাজটি রয়েছেন ফিলিস্তিনপন্থী ১৫ জন মানবাধিকার কর্মী। স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে হান্দালা নামের ওই জাহাজটি গাজার উদ্দেশে রওয়ানা দেয়। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এটি পরিচালনা করছে।
জাহাজটিতে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, খাবার, শিশু সরঞ্জাম এবং ওষুধ। গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্যে ভূমধ্যসাগরে প্রায় এক সপ্তাহ ধরে প্রায় ১,৮০০ কিলোমিটার পাড়ি দেবে এটি।
ছোট জাহাজটি দক্ষিণ-পূর্ব ইতালির গ্যালিপোলিতে থামবে। সেখান থেকে ফ্রান্সের লা ফ্রান্স ইনসুমিস পার্টির দুই সদস্য যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
লা ফ্রান্স ইনসোমিসের সদস্য গ্যাব্রিয়েল ক্যাথালা বলেন, ‘এটি গাজার শিশুদের জন্য একটি মিশন, মানবিক অবরোধ এবং গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ভাঙা।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করি আমরা গাজায় পৌঁছাবো, কিন্তু যদি না পৌঁছাতে পারি, তাহলে এটি হবে ইসরিইলের আরেকটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন।’
এরআগে, গত জুনে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টাকালে ‘মেডলিন’ নামে ত্রাণবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলো ইসরাইলি বাহিনী। জাহাজটি মিশরের উপকূলের কাছাকাছি ছিলো।
গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী মেডলিনের নামে এই ইয়টের নামকরণ করা হয়। ইয়টটি গত পহেলা জুন ইতালি থেকে যাত্রা করে।
পরে ৬ই জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশে রওনা হয়। তবে ইসরাইলি বাহিনী জাহাজটি থামিয়ে দেয়।
জাহাজে ১২ জন ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মী ছিলেন। যার মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, এবং আল জাজিরার ফরাসি সাংবাদিক ওমর ফায়াদ।
সেসময় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ বলেন, ‘ইসরাইল সমর্থক বাহিনী তাদেরকে আন্তর্জাতিক জলসীমায় থামিয়ে অপহরণ করেছে।’
আরএ


গাজায় পানির খোঁজে গিয়ে ইসরাইলের হামলায় ৭ শিশুর মৃত্যু
গাজায় ইসরাইলি হামলায় ৫৮ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা