আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদুরোর সময় ফুরিয়ে আসছে: ট্রাম্পের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

মাদুরোর সময় ফুরিয়ে আসছে: ট্রাম্পের হুঁশিয়ারি
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোর সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি এ হুঁশিয়ারি দেন। তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে শুরু করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর সময় ফুরিয়ে আসছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলবো হ্যাঁ, আমার তাই মনে হয়।’

বিজ্ঞাপন

তবে ভেনেজুয়েলায় সম্ভাব্য স্থল হামলার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। বলেন, ‘আমি এটা করবো কিনা, তা বলতে আগ্রহী নই।’

শুক্রবার ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় মার্কিন হামলা আসন্ন হতে পারে, এমন খবর নাকচ করে দিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে অপরাধী গ্রুপ এসডিজিটিকে নেতৃত্ব দেয়ার অভিযোগ এনেছে। সেপ্টেম্বরের শুরু থেকে মাদক চোরাচালের অভিযোগে কমপক্ষে ১৪টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে। এসব হামলায় ৬৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন